etcnews
ঢাকাTuesday , 8 April 2025
  1. আইন-আদালত
  2. ইসলাম
  3. ক্যাম্পাস
  4. জাতীয়
  5. প্রযুক্তি
  6. বানিজ্য
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজনীতি
  10. লাইফস্টাইল
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. সোশ্যাল মিডিয়া

খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, ইমাম গ্রেপ্তার

etcnews
April 8, 2025 9:30 am
Link Copied!

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) রাতে বরিশালের উজিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত ওই ইমামের নাম মুফতি এবাদুল ইসলাম ফরিদী।

পরে মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে সাত দিনের রিমান্ড চেয়ে আশুলিয়া থানা থেকে প্রিজনভ্যানে করে তাকে ঢাকার আদালতে পাঠানো হয়।

মামলার বাদী আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি আতাউর রাহিম এজাহারে উল্লেখ করেন, গত ৫ এপ্রিল ওই ইমাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসের কমেন্ট বক্সে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। ওই মন্তব্য নিয়ে দলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয় ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ, অশালীন ও অপমানজনক মন্তব্য করার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। মো. আতাউর রাহিম নামের এক ব্যক্তি সাইবার নিরাপত্তা আইন-২০২৩ এ মামলাটি করেন।

তিনি বলেন, মামলার পর সোমবার রাতে অভিযান চালিয়ে বরিশালের উজিরপুর থেকে মো. এবাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। আজ সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।