etcnews
ঢাকাMonday , 19 June 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ধনবাড়ীতে পরকীয়া জানাজানি প্রবাসী স্ত্রীর অত্মহত্যা

etcnews
June 19, 2023 6:07 am
Link Copied!

সৈয়দ সাজন আহমেদ রাজু: টাঙ্গাইলের ধনবাড়ীতে গলায় শাড়ি কাপড় পেঁচিয়ে জেসমিন আক্তার (২৫) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে। নিহত পরকীয়া প্রেমের বিষয়টি জানাজানি হলে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে।
গত শনিবার রাতে যদুনাথপুর ইউনিয়নের নেটামশরা নতুন বাজার এলাকায় এ ঘটনা। সংবাদ পেয়ে রাতেই থানা-পুলিশ লাশ উদ্ধার করে। জেসমিন ওই এলাকার মালয়েশিয়ান প্রবাসী মো. জয়নাল আবেদীনের স্ত্রী। তাদের ঘরে চার বছর বয়সী একটি সন্তান রয়েছে।
নিহতের বাবা হুরমুজ আলী ও মামা শফিকুল ইসলাম বলেন, সাত বছর আগে একই এলাকার মো. জয়নাল আবেদীনের সঙ্গে জেসমিনের বিয়ে হয়। পরবর্তীতে জয়নাল মালয়েশিয়ায় চলে গেলে পাশের এলাকার বাছেদ আকন্দ তাকে ফাঁদে ফেলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে পরকীয়ায় বাঁধ্য করে।
তাঁরা অভিযোগ করে আরও বলেন, বাছেদের স্ত্রী মুক্তা বেগম বিষয়টি জানতে পেরে সপ্তাহ খানেক আগে বাড়িতে এসে জেসমিনকে প্রহার করে। এলাকায় বিষয়টি জানাজানি হলে লোকলাজ্জায় জেসমিন রাতে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। ঘটনার পর থেকে বাছেদের পরিবার পলাতক।
ধনবাড়ী থানার ভাপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) এইচএম জসিম উদ্দিন বিডি নিউজ বুককে বলেন, ‘মরদেহটি আজ রোববার (১৮ জুন) ময়না তদন্তে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।