etcnews
ঢাকাSaturday , 10 June 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে গরু চোর আটক

etcnews
June 10, 2023 5:49 pm
Link Copied!

মোঃ গোলাম মাওলা ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির নলছিটি উপজেলায় একটি গরুর খামারে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন ভোলার মো. রশিদ(৫২)। (৯ জুন)শুক্রবার রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের পশ্চিম চর দপদপিয়া গ্রামের কামরুল হাচান রুপমের খামারে চুরি করার সময় জনতার হাতে ধৃত হয়। পরে তাকে স্থানীয় জনতা নলছিটি থানা পুলিশের কাছে হন্তান্তর করে।
স্থানীয়রা জানায়, গতকাল রাতে পশ্চিম চর দপদপিয়া গ্রামে কামরুল হাসান রুপমের গরুর খামারের গ্রিল কাটার সময় পাহারাদার টের পেয়ে ডাকচিৎকার করলে স্থানীয়রা তাকে ধাওয়া করে ধরে ফেলে। এসময় তার সাথে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়। আটক মো. রশিদ ভোলা জেলার বেদুরিয়া ইউনিয়নের বাসিন্দা মো.মোতাজিন হাওলাদারের পুত্র।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তার বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা হাজতে প্রেরন করা হয়েছে। গতকাল রাতে একটি খামারে চুরি করার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে সোপর্দ করে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।