etcnews
ঢাকাTuesday , 10 September 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

১৫২ কিমি গতিতে বল করা নাহিদ বললেন- ‘এখনও সেরাটা দেওয়া বাকি’

etcnews
September 10, 2024 4:52 pm
Link Copied!

পাকিস্তান সিরিজে ১৫২ কি.মি গতিতে বল করে বাংলাদেশের দ্রুততম পেসারে পরিণত হয়েছেন নাহিদ। বিশ্বকে জানান দিয়েছেন বাংলাদেশি পেসাররাও গতিতে কাবু করতে পারে যেকোনো প্রতিপক্ষকে। গতির ঝড় তুলে টেক্কা দিতে পারে যেকোনো দেশের বোলারদেরই। 

এমন কীর্তি গড়ে এখন ভারত সিরিজের জন্য প্রস্তুত হচ্ছেন নাহিদ রানা। তবে সেই প্রস্তুতি যে কারো মতো হতে চাওয়ার জন্য নয় কেবলই নিজের নাম বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করা; সামাজিক যোগাযোগমাধ্যমে বিসিবির পোস্ট করা ভিডিওতে সে কথা সোজাসাপটা জানিয়ে দিয়েছেন নাহিদ। সেই সঙ্গে জানিয়েছেন, দলকে এখনও নিজের সেরাটা দেওয়া বাকি আছে তার।

নাহিদ বলেন, ‘আমি যেটা আশা করেছিলাম, টিম যেটা প্রত্যাশা করেছিল ওই জিনিসটা করতে পেরেছি। দেশ ছাড়ার আগে আমি বলেছিলাম দেশের জন্য কিছু করতে চাই। করতে পেরেছি। এজন্য অনেক ভালো লাগছে।’

জোরে বল করা নিয়ে নাহিদ বলেন, ‘এটা কখনো ফিল করি না যে, ১৫২ কি.মি. তে বল করতে হবে কিংবা এর চেয়েও জোরে করতে হবে। একটা জিনিসই মাথায় নিয়ে বোলিং করেছি, দল আমাকে যে পরিকল্পনা দিয়েছে ওই পরিকল্পনায় করেছি বা আমার নিজের যেই পরিকল্পনা করেছি সেটাই অনুসরণ করেছি।’ 

পাকিস্তান থেকে দেশে ফেরার পর নিজের বাড়িতে গিয়েছিলেন নাহিদ। যা নিয়ে নাহিদ বলেন, ‘সবাই অনেক হ্যাপি। আমার বন্ধু-বান্ধব, পরিবার, গ্রামের সবাই। প্রত্যেকে খুশি। তারা সবাই বলছে, এখন ভালো হয়েছে। সামনে আরও ভালো করতে হবে। এগিয়ে যাও।’

জোরে বোলিং করার ক্ষেত্রে কোনো ক্রিকেটারকে অনুসরণ করেন কিনা এমন প্রশ্নে নাহিদ বলেন, ‘সত্যি কথা বলতে, আমার সেভাবে কাউকে অনুসরণ করা হয় না। বাংলাদেশের সব পেস বোলারদের ভালো লাগে। কারণ, তাদের সবার খেলা দেখেই বড় হয়েছি। সে রকম কেউ একজন নয়। বাংলাদেশের সবার খেলাই ভালো লাগে। ওনাদের খেলা দেখে বড় হয়েছি। সবার বোলিংই ভালো লাগে।’ 

পাকিস্তানের সফল মিশন শেষে বাংলাদেশের পরবর্তী গন্তব্য ভারত। আগামী ১৯ সেপ্টেম্বর ভারত সিরিজ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন নাহিদ। যা নিয়ে তিনি বলেন, ‘আজকে অনুশীলন করলাম। প্রস্তুতিও ভালো আছে। প্রস্তুতি যত ভালো হবে ম্যাচের মধ্যে ভালো করার সম্ভাবনা তত ভালো হবে। ভারত তো অবশ্যই ভালো দল। দুই দলের মধ্যে যে ক্রিকেটটা ভালো খেলবে তারাই জিতবে। তখন দেখা যাবে ম্যাচের মধ্যেই। টার্গেট তো আছে। দলকে এখনো আমার সেরাটা দেওয়া বাকি রয়েছে। দিবো সামনে।’

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।