নোয়াখালীর সেনবাগে বন্যার পানি ঘরে ঢুকে পড়ায় আইপিএসের মেশিন সরাতে গিয়ে তারে বিদ্যুৎস্পর্শে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত কাকন কর্মকার (৩০) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের হারাধন কর্মকারের ছেলে।
বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সাত দিনের টানা বৃষ্টি ও ফেনীর মুহুরী নদীর পানি নোয়াখালী ঢুকে বন্যার সৃষ্টি হয়। একপর্যায়ে অতি বৃষ্টির কারণে নিহত কাকনের বসতঘরে পানি উঠে যায়। পরে আইপিএস মেশিন সরাতে গিয়ে অসাবধানতাবশত সেখানে বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই কাকনের মৃত্যু হয়।
সেনবাগ থানার ওসি মো. নাজিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।