ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে কোটা সংস্কার আন্দোলন যুক্ত একদল শিক্ষার্থীর সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেল ৩টার পর এই ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে। দুইপক্ষ একে অপরের দিকে ইট–পাটকেল নিক্ষেপ করছে। তাৎক্ষণিকভাবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ঘটনাস্থল থেকে বিকেল ৩টা ২০ মিনিটে জানিয়েছেন, আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা দুই দিকে অবস্থান নিয়ে ইট–পাটকেল নিক্ষেপ করছে। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটছে।
এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বেলা সোয়া ১২টা থেকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সমবেত হয়েছেন বিপুল সংখ্যক শিক্ষার্থী। সেখানে সমবেত হয়ে তাঁরা কোটা সংস্কারের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।