ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ মহিদ উদ্দিন বলেছেন, গত ১ জুন থেকে শাহবাগসহ বিভিন্ন জায়গায় আন্দোলনের কারণে জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এটি আর চলতে দেয়া হবে না। নগরবাসীর নিরাপত্তার জন্য বদ্ধ পরিকর বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের কারনে ৬জুলাই থেকে গতকাল পর্যন্ত বাংলা ব্লকেড হয়েছে।
কোটা নিয়ে গতকাল আদালত একটি নির্দেশনা দিয়েছেন, আর কোটা নিয়ে আন্দোলনের কোন অবকাশ নেই।
ডিএমপির পক্ষ থেকে অনুরোধ, আর কোন কর্মসূচি না দেয়া হয়, যাতে জনদুর্ভোগ সৃষ্টি হয়।
ছাত্রদের বাইরেও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলের জন্য আর কোন কর্মসূচি না দিতে অনুরোধ।
এই মুহুর্তে শিক্ষার্থীদের আন্দোলনের প্রয়োজন নেই, আজকের সাড়ে তিনটার কর্মসূচি যেনো পালন না করে।
যদি রাস্তা বন্ধ করা হয়, প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ার করেন তিনি৷
বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।