টানা ১১তম দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে অন্তর্ভূক্তি প্রত্যাহারসহ ৩ দফা দাবিতে এই কর্মসূচি পালন করে আসছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।
সর্বাত্মক কর্মবিরতির দশম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এসময় শিক্ষক নেতারা সরকার ঘোষিত প্রত্যয় স্কিমে তাদের অন্তর্ভূক্তিকে বৈষম্যমূলক আখ্যা দেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া জানান, অর্থ মন্ত্রণালয় জারিকৃত পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে। সরকারের পক্ষ থেকে এখনো কোনো আশ্বাস না পেলেও, দাবি পূরণের ব্যাপারে আশাবাদী এই শিক্ষক নেতা।
এদিকে আন্দোলনের ফলে ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক যে ক্ষতি হবে, তা দ্রুত কাটিয়ে উঠা সম্ভব হবে বলে দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা।
এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।