মোঃ মনিরুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: বজ্রপাতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুইটি গবাদিপশুর মৃত্যু হয়েছে। বজ্রপাতের বিকট শব্দে আহত হয়েছে এক শিশু। বুধবার সকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার মধ্যরাত থেকে বৃষ্টি ঝরছিল। বুধবার সকালে শুরু হয় বজ্রসহ বৃষ্টি। এই বজ্রপাতে ওই গ্রামের আক্কাস মৃধার মালিকানাধীন দুইটি গরু মারা যায়। তার বাড়ির সামনেই গরু দুইটি বাঁধা ছিল।
একইসময় বজ্রপাতের বিকট শব্দে আক্কাসের ১০ বছর বয়সী কন্যা শিশু জান্নাতুল গুরুত্বর অসুস্থ হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গাবালীর চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নামজুল হাসান।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।