etcnews
ঢাকাWednesday , 12 June 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

etcnews
June 12, 2024 8:54 am
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামীলীগ নেতার ঘড়-বাড়ি ও দলীয় অফিস ভাঙ্গচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুন) সকাল ১০ টায় উপজেলা যুবলীগের নেতৃত্বে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহমান তালুকদার, উপজেলা যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর তারেকুজ্জামান তারেক, গাজী সাবিদুল ইসলাম হাসিব, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জনি সরদার, মিজানুর রহমান মুসা, জসিম উদ্দিন জিতু ও নয়ন বয়াতিসহ শতাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় নবনির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহমান তালুকদারের সমর্থকদের মধ্যে দলীয় অফিস তালাবন্ধ রাখা নিয়ে বাকবিতন্ডা হয়। পরে স্থানীয় দলীয় অফিস ও আব্দুর রহমান তালুকদারের ঘড়-বাড়ি ভাঙ্গচুরের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে স্থানীয় আওয়ামীলীগ এ বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।