দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি।। কোনরকম সংঘর্ষ ছাড়া দুমকি উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয়েছে বড় ধরনের কোনরকম সংঘর্ষ হয়নি। ৫ টি ইউনিয়ন নিয়ে এ উপজেলা গঠিত। উপজেলার ২৭ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। নির্বাচন অফিস সূত্রে জানাযায় ১০টি ভোট কেন্দ্র কে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র হিসেবে গ্রহণ করা হয়। আজ রাত সহকারী রিটার্নিং অফিসার দুমকি উপজেলা নির্বাহী অফিসার শাহিন মাহমুদ উপজেলা পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে মোঃ কাওছার আমিন হাওলাদার (কাপ পিরিচ) প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তিনি ভোট পেয়েছেন ১৪ হাজার ১শত ১২ তার নিকটতম প্রতিবন্ধী ড.হারুন অর রশিদ (মটরসাইকেল)ভোট পেয়েছেন ৯ হাজার ৪২ ।
অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট মাইনুল ইসলাম রুবেল ফরাজী(টিউবওয়েল) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৫ হাজার ৭শত ৬৯ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মিজানুর রহমান মৃধা (তালা) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৫ হাজার ২ শত ৭৮।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমুন নাহার শিরিন (হাঁস) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২১ হাজার ৭ শত ৪৪ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজওয়ানা হিমেল (কলস) প্রতীক নিয়ে ১৪ হাজার ৭ শত ২৫ । উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় ৪০হাজার ২শত ৪২ জন ভোটার অংশগ্রহণ করেন। এতে করে ভোট কাস্টিং এর পরিমাণ ছিল ৫৬.০৮%।