কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: নির্বাচন পরবর্তি সহিংসতায় পটুয়াখালীর কলাপাড়ায় এক নারীসহ তিনজন গুরত্বর জখম হয়েছে। এরা হলেন, আবুল কালাম মিয়া, ফাতেমা বেগম ও নোয়াব মিয়া। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বড়পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জানা গেছে, ঘোড়া ও আনারস মার্কার সমর্থদের মধ্যে এ বাকবিতন্ডার এক পর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের তিনজন আহত হয়।
আহত আবুল কালাম বলেন, তিনি ঘোড়া মার্কার সমর্থন করায় আনারসর মার্কার সমর্থক স্থানীয় রব মিয়া, শাজাহান মিয়া, তুহিন, বজলু ও মিলনসহ আরো অনেকে তার উপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ বলেন, এবিষয় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। তবে, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।