etcnews
ঢাকাFriday , 7 June 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

কলাপাড়ায় নির্বাচনী সহিংসতায় নারীসহ আহত-৩

etcnews
June 7, 2024 4:54 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: নির্বাচন পরবর্তি সহিংসতায় পটুয়াখালীর কলাপাড়ায় এক নারীসহ তিনজন গুরত্বর জখম হয়েছে। এরা হলেন, আবুল কালাম মিয়া, ফাতেমা বেগম ও নোয়াব মিয়া। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বড়পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জানা গেছে, ঘোড়া ও আনারস মার্কার সমর্থদের মধ্যে এ বাকবিতন্ডার এক পর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের তিনজন আহত হয়।
আহত আবুল কালাম বলেন, তিনি ঘোড়া মার্কার সমর্থন করায় আনারসর মার্কার সমর্থক স্থানীয় রব মিয়া, শাজাহান মিয়া, তুহিন, বজলু ও মিলনসহ আরো অনেকে তার উপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ বলেন, এবিষয় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। তবে, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।