কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে বজ্রপাতে গরুসহ প্রাণ গেল আসমা নামে এক গৃহবধূর। মঙ্গলবার দুপুরে(৪ জুলাই) উপজেলার নামাশুলাই গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আসমা বেগম (৪৫) ওই গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী।
এলাকাবাসী ও নিহত পরিবার সূত্রে জানা যায়, আসমা বেগম মঙ্গলবার সকাল দিকে ঘরের ভিতরে বসে আছে তখন ঝড় বৃষ্টি শুরু হয়। এসময় হঠাৎ বজ্রপাতের সৃষ্টি হয়। পাশের ঘরে থাকা একটি ষাঁড় গরু মাটিতে লুটিয়ে পড়ে এসময় ওই গৃহবধূ গরুটি দেখতে গেলে তিনিও গরুসহ ঘটনাস্থলেই বজ্রপাতে মৃত্যু হয় ।
উপজেলার চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুজ্জামান সেতু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন বজ্রপাতের কারনে গরুসহগৃহবধুর মৃত্যু হয়েছে।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।