কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচনে পটুয়াখালীর কলাপাড়ায় ভাইস চেয়ারম্যান পদে চশমা মার্কার প্রার্থী অধ্যাপক মো. ইউসুফ আলীকে দেখতে চায় উপজেলাবাসী। যোগ্য প্রার্থী হিসেবে তার বিকল্প নেই বলে মনে করছেন তারা। অধ্যাপক ইউসুফ আলী দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সদস্য হিসেবে সুনামের সাথে রয়েছেন। সদা হাস্যজ্বল, কর্মী বান্ধব ও ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে ইতোমধ্যে তার সুনাম চারদিকে ছড়িয়ে পরেছে। সাধারণ মানুষের অত্যন্ত প্রিয় ও আস্থাভাজন হিসেবে এ পদে বিপুল ভোটে বিজয়ী হবেন এমনটাই প্রত্যাশা করেন তার ভোটার ও সমর্থকরা।
জানা যায়, অধ্যাপক ইউসুফ আলী ছাত্র জীবন থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। কর্মী বান্ধব ও ক্লিন ইমেজের নেতা হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে। এছাড়া, কর্ম জীবনে তিনি ধুলাসার জালাল উদ্দীন ডিগ্রি কলেজ’র অধ্যাপক হিসেবে নিয়োজিত রয়েছেন। সেখানে সহকর্মীদের কাছেও তার সুনাম ও গ্রহনযোগ্যতা রয়েছে। কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সদস্য হিসেবেও তার পরিচিতি রয়েছে।
অধ্যাপক ইউসুফ আলী তার মেধা ও যোগ্যতাকে সাধারণ মানুষের কল্যাণে ছড়িয়ে দিতে এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চশমা মার্কা প্রতিক নিয়ে কলাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন। নির্বাচনী তফসিল ঘোষণার পূর্ব থেকে উপজেলার প্রতিটি ইউনিয়ন চষে বেড়িয়েছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করেছেন। ভোটারাও তাকে স্বাদরে গ্রহন করেছেন। এছাড়া, দূর্যোগ ও ত্রান ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি’র বিশ্বস্ত ও আস্থাভাজন হিসেবে তিনি ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে এ উপজেলার উন্নয়ন আরো বেগবান হবে বলে আশা করছেন সাধারণ মানুষ। তাদের মতে, অধ্যাপক ইউসুফ আলী একজন সৎ, শিক্ষিত ও কর্মী বান্ধব মানুষ। যে কোন দঃখের কথা তার কাছে মন খুলে বলা যায়। তিনি অত্যন্ত ধৈর্যসহকারে কথা শোনেন ও সমাধানের চেষ্টা করেন। এখন পর্যন্ত অত্যন্ত সুনাম ও নিষ্ঠার সাথেই সকল ধরনের দায়িত্ব পালন করে আসছেন। তাই উপজেলা ভাইস চেয়ারম্যান পদে চশমা মার্কায় অধ্যাপক ইউসুফ আলীকে একজন যোগ্য প্রার্থী মনে করেন এ অঞ্চলের সাধারণ মানুষ ও ভোটাররা।
উল্লেখ্য, আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদের চতুর্থধাপের নির্বাচনে পটুয়াখালীর কলাপাড়ায় ভাইস চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী রয়েছেন। এদের মধ্যে টিউবয়েল মার্কা নিয়ে কলাপাড়া উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল ও বই মার্কা নিয়ে গ্রাম ডাক্তার মো. ইব্রাহিম খলিল প্রতিদ্বন্ধিতা করছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়।