কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচনে পটুয়াখালীর কলাপাড়ায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলাই মেশিন মার্কার প্রার্থী শাহিনা পারভীন সীমা জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। গত পাঁচ বছর তিনি উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে অত্যান্ত আস্থা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। করোনাকালীন সময়সহ বিভিন্ন বন্যা ও দূর্যোগে সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগতভাবে সাহায্য সহযোগীতা করে মানুষের পাশে ছিলেন। এসকল কাজের স্বীকৃতি ও পুরষ্কার হিসেবে আগামী ৫ জুন সেলাই মেশিন মার্কায় ভোট দিয়ে আবারও তাকে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী করবেন এমনটাই মনে করছেন তার ভোটার ও সমর্থকরা। তবে, সত্যিকার অর্থে কে হবেন এ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান তার জন্য অপেক্ষায় থাকতে হবে ভোটের দিন পর্যন্ত।
জানা যায়, কলাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলাই মেশিন মার্কার প্রার্থী শাহিনা পারভীন সীমা পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ার-উল-ইসলাম মিয়ার মেয়ে। পিতার যোগ্য উত্তরসূরী হিসেবে গত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। এরপর থেকে অত্যান্ত আস্থা ও নিষ্ঠার সাথে তিনি তার দায়িত্ব পালন করে আসছেন। তার কর্মগুনে তিনি দুইবার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাধারণ মানুষের সেবায় তিনি সবসময় নিজেকে নিয়োজিত রেখেছেন। করোনা কালীন সময়সহ বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি ভূয়সী প্রশংসা কুঁড়িয়েছেন। উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ, রাস্তাঘাট ও কালভাটের সংষ্কার কাজে তিনি অগ্রণী ভূমিকা রেখেছে। এছাড়া গত সপ্তহে ঘটে যাওয়া ভয়াবহ ঘূর্ণিঝড় রেমালেও শাহিনা পারভীন সীমা উল্লেখ্যযোগ্য ভূমিকা রেখে সাধারন মানুষের মনে জায়গা করে নিয়েছেন।
উল্লেখ্য, ৫ জুন অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদের চতুর্থধাপের নির্বাচনে পটুয়াখালীর কলাপাড়ায় মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়।