মাগুরা জেলা প্রতিনিধি।।
মাগুরা মহম্মদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৩১ মে শুক্রবার দুপুরে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ আব্দুল মান্নান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বরকত আলী, মোঃ আমিনুল আহসান সভাপতি বাজার বণিক সমিতি মহম্মদপুর প্রমূখ।এ সময় ব্যবসায়ী বৃন্দ, দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান।