etcnews
ঢাকাFriday , 24 May 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ডে ট্রিনশেড কলনীর ৫০ টি কক্ষ পুড়ে ছাই

etcnews
May 24, 2024 1:29 pm
Link Copied!

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলির চালা এলাকার ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনশেড কলোনির ৫০ টি কক্ষ পুড়ে ছাই হয়েছে।

শুক্রবার দুপুরে (২৪ মে) উপজেলার তেলিরতলার একটি ট্রিনশেড কলোনিতে লাগা আগুনে অন্তত ৫০টি ঘর পুড়ে ছাই হয়।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় দুপুর ১ টার দিকে একটি আবাসিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী আগুন নিভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে টিনশেড আবাসিক কলোনির ৫০ টি কক্ষ পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের মোবিলাইজিং অফিসার খালেদা ইয়াসমিন জানান, দুপুরে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে তাদের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় দুপুর সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কলোনির অন্তত ৫০টি টিনের কক্ষ পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে এ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।