মোঃ মনিরুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীতে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে এক বছরের শিশু ছাতিউল্লাহ মারা গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের গঙ্গিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ছাতিউল্লাহ ওই গ্রামের ইউসুফ হরমানের ছেলে। জানা গেছে, শিশুটির জন্মগ্রহণের সময় তার মা মারা যান।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে পরিবারের অগোচরে বাড়ির পুকুরে পড়ে যায় শিশু ছাতিউল্লাহ। পরে শিশুটিকে অনেকক্ষণ ধরে দেখতে না পেয়ে খোজাখুজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
তাৎক্ষণিক পুকুর থেকে তাকে উদ্ধার করে রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. রেজাউল করিম শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।