কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখতে কালিয়াকৈর থানা পুলিশ বিফিং করেছে।
সোমবার সকালে থানা চত্বরে ( ২০ মে) ৬ষ্ঠ উপজেলা নির্বাচন এর দ্বিতীয় ধাপে নির্বাচন উপলক্ষে কালিয়াকৈর থানা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
এই সময় সভাপতিত্ব করেন কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ এএফএম নাসিম।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
পিপিএম (বার) অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম ও অপস্) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ ছানোয়ার হোসেন।
আরো উপস্থিত ছিলেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), গাজীপুরের নাজমুস সাকিব খান, পিপিএম-সেবা,অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, গাজীপুরের মোঃ মিরাজুল ইসলাম,কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউসার আহমেদ,কালিয়াকৈর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ সাজিদুল ইসলাম।
ব্রিফিংকালে পুলিশ ও আনসার সদস্যদের নির্বাচনী দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সার্বিক দিক-নির্দেশনা প্রদান করা হয়। সবাইকে সততা ও নিষ্টার সাথে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান করা হয়।