etcnews
ঢাকাFriday , 10 May 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

দুমকীতে হত্যা মামলার আসামী বাবা-ছেলে গ্রেফতার

etcnews
May 10, 2024 11:17 am
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ মাহফিলের কমিটি নিয়ে পটুয়াখালীর দুমকীতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত মোশারেফ মুন্সি(৫০) নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পরে ওই মামলার ২ আসামী বাবা আঃ ছত্তার হাওলাদার(৫৫) ও ছেলে মোঃ সালাউদ্দিন বাপ্পীকে(৩৫) র‍্যাব-৮ ও পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারেক মোহাম্মদ হান্নান বলেন, যৌথ অভিযানে তাদের আটক করে দুমকী থানায় হস্তান্তর করা হয়েছে। অপর আসামীদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

৯ মে (বৃহস্পতিবার) গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পটুয়াখালী জেলা সদর থানাধীন পুরাতন ফেরিঘাটের মাঝগ্রাম এলাকার নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, উপজেলার পূর্ব কার্তিকপাশা গ্রামের মৃত. আব্দুল গনি মাওলানার ছেলে মাওলানা মো: নেছার স্থানীয় একটি মাদ্রাসা মাঠে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করেন। কিন্তু সেই মাহফিলের কমিটিতে মুন্সি বাড়ির লোকজনের নাম না রাখায় নেছার মাওলানা পক্ষ ও সোবাহান মুন্সি পক্ষে মাঝে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ ঘটনার জেরে ২৬ এপ্রিল সন্ধ্যায় মুন্সির বাজারে উভয়পক্ষের লোকজন লাঠিসোঁটা, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হলে দের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শেরেবাংলা মেডিকেল কলেজ এবং ঢাকা মেডিকেল কলেজে‌ ভর্তি হন, উভয়পক্ষ দুমকী থানায় মামলা করে।এক জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকা অবস্থায় আহত মোশারেফ মুন্সি ৭মে রাত সাড়ে ১২টার দিকে মারা যায়। সর্বশেষ, মোশারেফ মুন্সির মৃত্যুতে ৮মে,২০২৪ খ্রী. তারিখে ৩০২ পেনাল কোড সংযোজিত হয় এবং আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।