কেপিসি নিউজ ডেস্ক: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোয়ন পত্র জমা দিয়েছেন আলহাজ্ব ইব্রাহীম খলিল। বৃহস্পতিবার (৯ মে) সকাল ১০ টায় পৌর শহরের নিজ বাসভবনে দোয়া মোনাজাতের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন। পরে ভোটার সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন কমিশনারের কাছে মনোনয়ন পত্র জমা দেন। এরআগে বুধবার অনলাইনের মাধ্যমে মনোয়ন ফরম পূরন করেন বলে জানান তিনি।
উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ডা. ইব্রাহীম খলিল বলেন, ভোট একটি মূল্যবান আমানত। আমি ভাইস চেয়ারম্যান হিসেবে জয়ী হলে তাদের সেই আমানতের মর্যাদা রক্ষা করবো। সকলকে সাথে নিয়ে জবাবদিহীতামূলক পরিষদ পরিচালনা এবং কাঁধে কাধ মিলিয়ে কাজ করবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।