মাগুরা প্রতিনিধি।। মাগুরা মহম্মদপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে
উপলক্ষে নহাটা ইউনিয়ন আনারস প্রতীকের নির্বাচনী অফিস রবিবার সন্ধ্যায় শুভ উদ্বোধন করা হয়েছে।
আগামী একুশে মে আনারস প্রতীক নিয়ে উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান প্রধান অতিথির হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং নহাটা বাজারে পুরাতন জনতা ব্যাংকের সামনে অবস্থিত আনারস প্রতীকের অফিসের শুভ ঘোষণা দেন। নহাটা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোঃ আলী মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন ,রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বিশ্বাস,নহটা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান,মোঃ আলী রেজা প্রমূখ। এসময় আনারস প্রতীকের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।