কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে কুলসুম নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। সে ওই গ্রামের মো. হাসান পাহলানের মেয়ে। কুলসুম নিজেদের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। তাকে অনেক খোঁজাখুঁজির পর ভাসমান অবস্থায় ওই পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।