কেপিসি নিউজ ডেস্ক: তীব্র তাপদাহ ও অতিরিক্ত গরম থেকে স্বস্তি দিতে পটুয়াখালীর কলাপাড়ায় তৃষ্ণার্ত মানুষের মাঝে বিনামুল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনার পক্ষ থেকে দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মহিব্বুর রহমান (মুহিব) এর সৌজন্যে কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. হুমায়ুন কবির এর আয়োজন করেন। শনিবার দুপুরে কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়কে প্রায় ৫ শতাধিক তৃষ্ণার্ত মানুষদের মাঝে এ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিপুর থানা যুবলীগ আহ্বায়ক মো. মিজানুর রহমান বুলেট আকন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মো.শহীদুল ইসলাম, মো.ফোরকান বিশ্বাস। এছাড়াও যুবলীগ কর্মী মো. দুলাল, শফিক, জুয়েল সহ অনেকে উপস্থিত ছিলেন।
এবিষয়ে প্যানেল মেয়র হুমায়ুন কবির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনার পক্ষ থেকে দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মহিব্বুর রহমানের সৌজন্যে তীব্র তাপদাহে অতিষ্ঠ শিক্ষার্থী পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে বিনামুল্যে বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। তাদের এ বিতরন কার্যক্রম আগামী ৭ দিন অব্যাহত থাকবে বলেও তিনি জানান।