কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিক পাওয়ার পরও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্বজন থাকায় নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো: মুরাদ কবীর।
মুরাদ কবীর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপির ভাতিজা। তিনি নির্বাচনে কাপ-পিরিচ মার্কা প্রতিক পেয়েছেন। শুত্রুবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সড়ে যাওয়ার ঘোষনা দেন।
সংবাদ সম্মেলনে মুরাদ কবীর বলেন,আমি মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক এমপির ভাতিজা। ভেবেছিলাম নির্বাচনে দলীয় সিদ্ধান্ত সিথিল হবে। দল সিদ্ধান্তে অবিচল থাকায় আমি আমার নির্বাচনী কার্যত্রুম থেকে নিজেকে ঘুটিয়ে নিলাম। এ ছাড়া দলের প্রতি প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে আমি নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর সিদ্বান্ত নিলাম।
আমার কারণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বিব্রত হবেন তা হয় না। এ জন্য প্রতিক পাবার পরেও নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। মুরাদ কবীর নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেও তিনি কোন প্রাথীকে সমর্থন দেননি। তিনি বলেন দুজন প্রার্থীই আমার দলের যে কারণে কোন প্রার্থীকে এককভাবে সিন্ধান্ত দেয়নি। দলীয় নেতাকর্মী যারা আমার জন্য পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা রইল।
তাদের ধন্যবাদ জানাই।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী কৃষকলীগের সভাপতি আবুল কাশেম, পৌর কৃষকলীগের সভাপতি মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আবুল হাসেম, উপজেলা যুবলীগের সহ সভাপতি জসিম আহম্মেদ প্রমুখ।