etcnews
ঢাকাFriday , 3 May 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

কালিয়াকৈরে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই হেলপার নিহত

etcnews
May 3, 2024 1:32 pm
Link Copied!

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে মুরগীবহনকারী পিকআপ ভ্যানের ধাক্কায় দুই হেলপার নিহত ও পিকআপ ভ্যানের চালক আহত হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার, কুমুরিয়া গ্রামের পান্নু মিয়ার পুত্র শামিম (১৮) ও কুড়িগ্রাম জেলার নাগেস্বরী থানার গোলাদিপাড় গ্রামের আব্দুস সামাদের পুত্র আবুল কাশেম (২১)।

জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় শুক্রবার সকালে দ্রুতগামী একটি মুরগীবাহী পিকআপ ভ্যান মহাসড়কে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে পিছন থেকে স্বজোরে ধাক্কা দেয়। এসময় মুরগিবাহী পিকআপ ভ্যানের হেলপাড় শামীম ও আবুল কাসেম ঘটনাস্থলেই নিহত হন এবং চালক আহত হন।

নাওজোড় হাইওয়ে থানার ওসি মো: শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় পিকআপ ভ্যান ও ট্রাকটি জব্দ করা হয়েছে। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।