etcnews
ঢাকাTuesday , 30 April 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

মহম্মদপুরে সর্বজনীন পেনশন স্কীম” উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

etcnews
April 30, 2024 3:16 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি।। মাগুরার মহম্মদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কীম” উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পরিষদের হলরুমে (৩০ এপ্রিল) বিকালে সর্বজনীন পেনশন স্কীম উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডলের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু নাসের বেগ।আলোচনা সভার শুরুতে সর্বজনীন পেনশন স্কীম সম্পর্কে আলোচনা করেন সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো।অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক বোরহান উল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বরকত আলী,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া, বিনোদুপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান,শিক্ষক সুকান্ত চক্রবর্তী প্রমূখ। আলোচনা চলাকালীন প্রশ্ন পর্বে বক্তব্য রাখেন,বিনোদপুর ইউপি’র সদস্য রিক্তা পারভীন,কলেজ শিক্ষার্থী শামিমা শুরভী পুষ্প ও ঝামা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নবীর হোসেনসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।