রাজবাড়ী প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালী উপজেলার চেয়ারম্যান প্রার্থী আলিমুজ্জামান চৌধুরী টিটোর আনারস প্রতীকের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৯ এপ্রিল সন্ধ্যায় কালুখালী রজনীকান্ত সরকারি ক্ষুদ্র বিদ্যালয় মাঠে এই পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় উপজেলার সাতটি ইউনিয়নের চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি-সেক্রেটারি নেতৃত্বে আনারস প্রতীকের পক্ষে হাজার হাজার কর্মী সমর্থকদের উপস্থিতিতে জনসভায় রুপান্তরিত হয়।
উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির পুত্র আশিক মাহমুদ মিতুল, উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান প্রার্থী আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা আ’লীগের সভাপতি আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, জেলা ছাত্রলীগের সভাপতি শাহীন খান, জেলা পরিষদ সদস্য ইউসুফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মজনু সহ প্রমূখ।
এ সময়ে আশিক মাহমুদ মিতুল কালুখালী উপজেলায় সরকারের উন্নয়ন গতিবিধি করতে সবাইকে আনারস মার্কায় ভোট দেওয়ার আহবান করেন।
উল্লেখ্য, এই উপজেলায় চারজন চেয়ারম্যান প্রার্থী, চারজন ভাইস-চেয়ারম্যান প্রার্থী ও তিনজন মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৭ হাজার ২শত, পুরুষ ৭০ হাজার ২ শত ৮৪ ও নারী ভোটার ৬৩ হাজার ৯শত ১৫।