মাগুরা প্রতিনিধি।। মাগুরার মহম্মদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।স্মার্ট লিগাল এইড,স্মার্ট দেশ বঙ্গ বন্ধুর বাংলাদেশ। এ প্রতিপাদ্য নিয়ে রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডলের সভাপতিত্বে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বরকত আলী,মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক বোরহান উল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাহমিনা আফরোজ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমন্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়া,বীর মুক্তিযোদ্ধা হাজী জিন্নাতুল আলম, বালিদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান।এ সময় বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।