কেপিসি নিউজ ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়ায় কৃষি গবেষণা উদ্ভাবিত বিভিন্ন ফসলের উন্নত জাত ও প্রযুক্তির উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কৃষি গবেষণা ইনস্টিটিউট’র কর্মকর্তারা উপজেলার কুয়াকাটার দিয়ারামখোলা গ্রামে সূর্যমূখী ২ ও ৩, বারি ফেলন ১, বারিমূখ ৬ সহ বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করেন। পরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সরেজমিন গবেষণা বিভাগ পটুয়াখালী এর উদ্যোগে আলোচনা সভায় সভাপত্বি করেন গাজীপুর বিএআরআই সরেজমিন বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাজহারুল আনোয়ার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডাল গবেষণা বিভাগের পরিচালক ড. মো. সালেহ উদ্দিন, ড. ফেরদৌসী বেগম, গাজীপুর বিএআরআই কৃষিতত্ত্ব বিভাগের প্রকল্প সমন্বয়ক ও মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু, বরিশাল বিএআরআই, আরএআরএস মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হারুনুর রশিদ, খুলনা বিএআরআই সরেজমিন বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুল আলম, ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার, ড. মো. গোলাম কিবরিয়া, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম, পটুয়াখালী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম। এছাড়া গবেষণা ও সম্প্রসারন বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং মাঠ দিবস ও কৃষক সমাবেশের দুইশতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পটুয়াখালীর বিএআরআই সরেজমিন গবেষণা বিভাগের প্রধান উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ. এম খাইরুল বাসার।