etcnews
ঢাকাSaturday , 27 April 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

বৃষ্টির জন্য কলাপাড়ায় ইসতিসকার নামাজ ও বিশেষ দোয়া মোনাজাত

etcnews
April 27, 2024 8:58 am
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: তীব্র তাপপ্রবাহের সঙ্গে অসহনীয় রোদ আর গরমে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তীব্র তাপ থেকে পরিত্রাণ ও বৃষ্টির জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইসতিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
শনিবার (২৭ এপ্রিল) সকাল ৮ টায় উপজেলা ইমাম-মুয়াজ্জিন কল্যান সমিতির উদ্যোগে খেপুপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে এই নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।
নামাজ ও দোয়া পরিচালনা করেন খেপুপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. সাঈদুর রহমান। এসময় বিভিন্ন বয়সের মুসল্লীরা নামাজে অংশ নেন।

ইসতিসকা নামাজ এর আলোচনা করেন, ইমাম সমিতির সভাপতি অধ্যাপক মাওলানা মোঃ মাসুম বিল্লাহ রুমী, সহ-সভাপতি মাওলানা মো. সাঈদুর রহমান, সাধারন সম্পাদক মাওলানা মোঃ ফেরদাউসুল হক গাজী, আলহাজ্ব মাওলানা মোঃ জয়নুল আবেদীন, আলহাজ্ব মাওলানা মোঃ ওয়ালিউল্লাহ, মাওলানা মোঃ নজরুল ইসলাম।

নামাজ পড়তে আসা পৌর শহর সাধারণ সম্পাদক ডা. মাওলানা মোঃ শহিদুল ইসলাম বলেন, তীব্র গরমে শুধু মানুষ না পশুপাখিরাও কষ্ট পাচ্ছে। এজন্য দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করছি।

নামাজ পড়ানো মাওলানা মো. সাঈদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে প্রচন্ড তাপপ্রবাহ, তার ওপর বৃষ্টি নাই। এতে জনজীবন কষ্টে রয়েছে সেই সাথে ফসল নষ্ট হচ্ছে। আমরা আজ বৃষ্টির জন্য নামাজ আদায় করলাম। আল্লাহর কাছে চাওয়া তিনি যেন আমাদের নামাজ ও দোয়া কবুল করেন। সেই সাথে ইসলামি বিধিবিধান মেনে চলার বিষয়ে খুতবা দেন তিনি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।