সৈয়দ সাজন আহমেদ রাজু: টাঙ্গাইলের ধনবাড়ীতে ৬ ঔষুধ ফার্মেসিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। ২২ এপ্রিল ২০২৪ ইং তারিখে দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতেহা তাকমিলা ও জেলা ড্রাগ সুপার মিঠুন সাহা, এবং ড্রাগ মালিক সমিতির সেক্রেটারি সমন্বয়ে , মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখা, বিক্রয় অযোগ্য ঔষুধ রাখা, নির্দিষ্ট ঔষুধ নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ না করা এবং লাইসেন্স বিহীনভাবে ফার্মেসী পরিচালনা করার কারণে ‘ঔষুধ ও কসমেটিকস আইন, ২০২৩’ এর আওতায় জরিমানা আরোপ করা হয় । যে সকল ফার্মেসি গুলোতে জরিমানা করা হয় ১/ খন্দকার ফার্মেসী, ২/ন্যাশনাল ফার্মেসী ৩/মা মডেল মেডিসিন শপ ৪/জনতা মেডিকেল হল ৫/মিলি মডেল মেডিকেল হল ৬/হক ফার্মেসী , এ মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেন ধনবাড়ী থানার চৌকস পুলিশ সদস্য বৃন্দ।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।