etcnews
ঢাকাSunday , 21 April 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

কলাপাড়ায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু

etcnews
April 21, 2024 4:54 pm
Link Copied!

কেপিসি নিউজ ডেস্ক: পটুয়াখালী কলাপাড়ায় নিপা (১৯) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ। রবিবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব হাজিপুর গ্রামে তার শশুড়বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। নিপা ওই গ্রামের স্বপন সাজির ছেলে শাওন সাজির স্ত্রী। সে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চরনজির গ্রামের মৃত বশির মিয়ার মেয়ে।

মৃতের নানি সাফিয়া বেগম জানান, আড়াই বছর আগে তার নাতির বিয়ে হয়। নাতির স্বামী শাওন সাজি একজন জেলে। সে বেশিরভাগ সময় নদীতে থাকে। তার শাশুড়ি বিদেশ থাকে। বেশিরভাগ সময়ই নিপা ও তার শশুড় একা বাড়িতে থাকতো। শশুড় স্বপন সাজির চারিত্রিক স্বভাব ভালো ছিলো না। তিনি একদিন নাতি বাড়িতে বেড়াতে এসে তার কুনজরের স্বীকার হন এমনটিই অভিযোগ করেন তিনি। তবে, নাতির রহস্যজনক মৃত্যুতে সে বাকরোদ্ধ হয়ে পরেছে।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।