etcnews
ঢাকাTuesday , 16 April 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

কালিয়াকৈরে দ্রুতগামী যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে এক দম্পত্তির মৃত্যু

etcnews
April 16, 2024 6:37 pm
Link Copied!

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে দ্রুত মহাসড়ক পার হওয়ার একটি
যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে এক তরুণ দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার মধ্যরাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার কালিয়াকৈর বাইপাস ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বড়ইইতলী গ্রামের ব্যবসায়ী মো: মোজাম্মেল হকের ছেলে মো. আসিফ মাহমুদ (২৫) এবং তার স্ত্রী তানজিম বকশী (২১।

জানা যায়, “গত বছরের জুলাই মাসে আসিফ ও তানজিমের বিয়ে হয়। টাঙ্গাইল জেলার,মির্জাপুর উপজেলার কুড়িপাড়া গ্রামে এক স্বজনের গায়ে
হলুদের অনুষ্ঠানে যোগ দিয়ে রোববার মধ্যরাতে তারা বাড়ি ফিরছিলেন।

কালিয়াকৈর বাইপাস এলাকায় দ্রুত মহাসড়ক পার হওয়ার সময় টাঙ্গাইলগামী ’মাহী স্পেশাল পরিবন’এর একটি যাত্রীবাহীবাস তাদের চাপা দেয়।

এলাকাবাসী ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিতসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

নাওজোড় হাইওয়ে থানার ওসি মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,ঘাতক বাসটি আটক করলেও বাসের চালক ও হেলপাড় পালিয়ে গেছে। এব্যপারে মামলার প্রস্তুতি চলছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।