etcnews
ঢাকাTuesday , 16 April 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনা দুই বন্ধর মৃত্যু

etcnews
April 16, 2024 6:34 pm
Link Copied!

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। গুরুত্বর আহত হয়েছে আরও একজন। সোমবার (১৫ এপ্রিল) বিকেলে জেলার ধামরাই মাওনা আঞ্চলিক সড়কের কালিয়াকৈর উপজেলাধীন শেওড়াতলী এলাকায় মোটরসাইকেল রেস করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আশুলিয়া থানার গোহাইলবাড়ী এলাকার নুর ইসলামের ছেলে শফিউদ্দিন (১৮) ও একই এলাকার নুরুল আমীনের ছেলে রায়হান (২০)।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার বিকেলে ধামরাই মাওনা আঞ্চলিক সড়কে কালিয়াকৈর উপজেলার শেওড়াতলী এলাকায় ঘুরতে এসে দুটি মোটরসাইকেল প্রতিযোগিতায় লিপ্ত হয়। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা হয়ে সড়ক থেকে ছিটকে পরে তারা। পরে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানকার কর্মরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আরও একজনকে গুরুত্বর আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিন ঘটনাটি নিশ্চিত করেছেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।