কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়ায় পুকুর থেকে সেচপাম্প দিয়ে দোকানে পানি দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. জামাল খান (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ১ টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কোম্পানীপাড়া গ্রামের শনিবারবাড়িয়া বাজারে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃত জামাল ওই ইউনিয়নের ছোটবালিয়াতলী গ্রামের রশিদ খানের ছেলে।
মৃতের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, নিবারবাড়িয়া বাজারে একটি মুদি দোকানে কাজ করছিল, এসময় দোকানের পাশের পুকুর থেকে সেচ পাম্পের মাধ্যমে দোকানটি পরিষ্কার করতে পানি দিতে যান। সেচ দেওয়ার একপর্যায়ে বৈদ্যুতিক তার গায়ে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানা ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।