মাগুরা প্রতিনিধি।। মাগুরা মহম্মদপুরে উৎসহ উদ্দীপনার মধ্যে দিয়ে বর্ষবরণ বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।” মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা,অগ্নি স্নানের সূচি হোক ধরা।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠান মালার মধ্যে ছিল ১৪ এপ্রিল সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়।মঙ্গল শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে উপজেলা পরিষদের সাংস্কৃতিক মঞ্চে এসে মিলিত হয়। পরে সেখানে বৈশাখের গান,সাংস্কৃতিক অনুষ্ঠান,নিত্য,গ্রাম বাংলার ঐতিহ্য লাঠিখেলাসহ বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ড.আবু আব্দুল্লাহেল কাফী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। প্রশাসন বীর মুক্তিযোদ্ধা বৃন্দ জনপ্রতিনিধি,রাজনৈতিক, সামাজিক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ নানান শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।