etcnews
ঢাকাSunday , 14 April 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

নাচোলে বাংলা নববর্ষ ১৪৩১ পালিত

etcnews
April 14, 2024 1:00 pm
Link Copied!

মো: নাসিম নাচোল, প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলা নববর্ষ ১৪৩১ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় মিলিত হয়।

সকাল ১০টার সময় জাতীয় সঙ্গীত পহেলা বৈশাখের আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও এসো হে বৈশাখ এসো, এর মধ্যে দিয়ে দিনব্যাপী শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, সহকারী কমিশনার ভূমি সবুজ হাসান, সাবেক ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা সাবেক ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার,বিআরডিবির কর্মকর্তা হারুন আর রশিদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নির্বাহী অফিসার বলেন, নতুন বছরের প্রথম দিন, ধর্ম-বর্ণ গোত্র নির্বিশেষে সবাই মিলে নাচ-গান শোভাযাত্রা, আনন্দ-উৎসব, হরেক রকম খাবার ও বাহারি সাজে বৈশাখকে বরণ করে নেয় উৎসবপ্রেমী বাঙালি জাতি। নতুন বছরে পুতুলনাচ, লোকসংগীত, গ্রামীণ খেলাধুলা ও মেলা সহ নানাবিধ বর্ণিল আয়োজন মানুষের মাঝে ছড়িয়ে দেয় আনন্দ ও সম্প্রীতির নতুন বার্তা।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।