কেপিসি নিউজ ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়ায় ভাসুরের ছেলের হাতে চাচী তপু রানী (৩৫) মারধরে গুরুত্বর আহতের অভিযোগ পাওয়া গেছে। এসময় ওই পরিবারের অন্যান্য সদস্যরাও তাকে মারধর করেন। পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার (১২ এপ্রিল) রাত ১০ টার দিকে উপজেলার মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের তুলাতলী গ্রামের মৃত দুলাল মিত্র’র স্ত্রী তপু রানীর সাথে এ ঘটনাটি ঘটেছে। গুরুত্বর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেন। এবিষয়ে মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আহত তপু রানীর স্বামী দুলাল মিত্র দেড় বছর আগে মৃত্যুবরন করেন। এরপর থেকে ভাসুরের ছেলে লিটন মিত্রসহ ওই পরিবারের সদস্যরা তার স্বামীর সমস্ত সম্পত্তি নিজেদের আওতায় নিয়ে নেয়। তাকে ও তার পাঁচ বছরের মেয়েকে একটি ছোট্ট ঘরে কোনঠাসা করে রাখে। বিভিন্ন সময়ে তাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার ও মারধর করে। ঘটনার দিন ভাসুরের ছেলে লিটন মিত্র খারাপ উদ্দেশ্য নিয়ে তার ঘরে প্রবেশ করে। বাধা দিলে মা ও মেয়েকে এলোপাথারীভাবে মারধরে রক্তাক্ত ও জখম করে। এতে তার নাক ও মুখ দিয়ে রক্ত গড়িয়ে পরে। ডাক চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তী করে। এসময় তাদের তাদের প্রাণনাশের ভয়ভীতি ও হুমকী প্রদর্শন করে বলেও হাসপাতালে বেডে শুয়ে কান্না জড়িত কন্ঠে অভিযোগ করেন ভূক্তভোগী তপু রানী।
অভিযুক্ত লিটন মিত্রের কাছে মোবাইলে জানতে চাইলে অভিযোগ অস্বিকার করে বলেন, মারাধরের ঘটনা ঘটেনি। সে মাটিতে পরে আহত হয়েছে।
মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।