etcnews
ঢাকাWednesday , 10 April 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

ঝালকাঠির রাজাপুরে ডহরশংকর গ্রামের সৌদির সাথে তাল মিলিয়ে আজ ঈদ পালন করেছে

etcnews
April 10, 2024 1:12 pm
Link Copied!

মো. গোলাম মাওলা, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামের (নাপিতের হাট বাজার) এলাকায় আজ (বুধবার)সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। জানা গেছে বুধবার (১০ এপ্রিল) সকাল ৮টায় ঈদের জামাত আদায় করেন মুসল্লিরা।

মূলত বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে ঝালকাঠির রাজাপুর উপজেলার ডহরশংকর গ্রামের অর্ধশত পরিবারে ঈদ উদযাপিত হয়ে থাকে। এই ঈদ জামাতে ইমামতি করেন মো. নুরুল ইসলাম।

স্থানীয়রা জানান, মঠবাড়ি ইউনিয়নের ডহসংকর গ্রামের কিছু মুসল্লি তাদের পূর্ব পুরুষ থেকেই সৌদি আরবের সঙ্গে মিল রেখেই পবিত্র ঈদুল ফিতর পালন করে আসছেন। বর্তমানে ওই গ্রামের প্রায় অর্ধশত পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেন।

জানা গেছে, ২০১১ সাল থেকে এ উপজেলার ডহরশংকর গ্রামের প্রায় ৪০টি পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ ও রোজা পালন করে আসছেন। প্রতি বছর ঈদুল ফিতরের নামাজে প্রায় শতাধিক নারী-পুরুষ অংশ নেন। পুরুষের পাশাপাশি পর্দার ভিতরে থেকে নারীরা একই জামাতে অংশগ্রহণ করেন। নামাজ শেষে তারা কোলাকুলি করেন।

দারুস সুন্নাহ মসজিদের মুসল্লি আব্দুল্লাহ আল-রাব্বি বলেন, আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করি।

দারুস সুন্নাহ জামে মসজিদের সভাপতি মো. রিপন হাওলাদার জানান, ২০১১ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ ও রোজা পালন করে আসছি। এতে অনেক বাধা আসে। তবে বর্তমানে আর কোনো বাধা নেই। আগামীকাল সকাল ৮টায় আমরা ঈদের নামাজ আদায় করবো।

দারুস সুন্নাহ জামে মসজিদের ইমাম মো. নুরুল ইসলাম জানান, সৌদির সঙ্গে মিল রেখে আজ চাঁদরাত ও কাল ঈদের নামাজ আদায় করা হবে। আমরা নতুন চাঁদ ওঠার সংবাদ পেয়ে রোজা রাখি ও ঈদের নামাজ আদায় করি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।