দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাসিয়া ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ২০ টি পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া তালুকদার ফাউন্ডেশনের উদ্যেগে গত সোমবার বিকেলে ফাউন্ডেশন অফিসের সামনে কালবৈশাখী ঝড়ের তান্ডবে গাছ চাপায় বসতঃঘর বিধস্তে পাঙ্গাশিয়া ইউনিয়নের মোঃ নুর ইসলাম হাং, মোঃ কবির প্যাদা, আঃ হক হাং, রাসেল হাং, উত্তম, নিতাই, মোঃ দেলোয়ার হোসেন সহ ২০ পরিবারের প্রত্যেককে নগদ ৫হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন সংগঠনটির উপদেষ্ঠা এড. মোঃ মজিবুর রহমান তালুকদার। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।