কেপিসি নিউজ ডেস্ক: নিজ উদ্যোগে দলীয় নেতাকর্মীদের ঈদের পাঞ্জাবি উপহার দিলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুস সালাম বিশ্বাস। রবিবার (৭ মার্চ) বেলা ১১ টায় তার ব্যাবসায়ীক প্রতিষ্ঠানে বসে উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের হাতে এ উপহার তুলে দেন। পরে নতুন পাঞ্জাবি পরিধান করে সবাই একত্রিত হয়ে উপজেলা আওয়ামীলীগের অফিসের সামনে গিয়ে ফটোসেশন করেন। এসময় সবাইকে এক রঙ্গের পাঞ্জাবি পরিহিত ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সুশৃঙ্খল একতা দেখে স্থানীয়রা ব্যাপক প্রশংসা করেন।
প্রিয় নেতা কাছ থেকে ঈদের উপহার পেয়ে নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাঈমুর রহমান রনিসহ অনেকেই বলেন, “ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সেই ঈদের আনন্দ আরো অনেকগুন বেড়ে যায় যখন প্রিয় মানুষদের নিকট থেকে কিছু উপহার পাওয়া যায়। আব্দুস সালাম বিশ্বাস ভাই একজন প্রকৃত কর্মী বান্ধব নেতা। আমরা তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।”
এবিষয়ে কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আ: সালাম বিশ্বাস বলেন, নেতাকর্মীদের ঈদের আনন্দকে একটু বাড়িয়ে দিতে প্রতি ঈদেই তাদের কিছুনা কিছু উপহার দিয়ে থাকি। নেতাকর্মীদের মন উৎফুল্ল রাখতে এটা আমার দায়িত্ব ও কর্তব্য বলে মনে করছি।