etcnews
ঢাকাFriday , 5 April 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

মহিপুর বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ আড়ৎ মালিকের ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি

etcnews
April 5, 2024 10:47 pm
Link Copied!

কেপিসি নিউজ ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লেগে অন্তত ২৭ টি মাছের আড়ৎ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২৭ জন আড়ৎ মালিকের প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেন মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা। শুক্রবার (৫ মার্চ) রাত ৮ টার দিকে জাপান মৎস্য আড়ৎ থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় স্থানীয়রাও আগুন নেভানোর কাজে অংশ নেয়।

কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার ইলিয়াস হোসাইন জানান, সড়ক সরু হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হলেও পাশাপাশি নদী থাকায় খুব কম সময়ে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতি নিরূপণে আমাদের কাজ চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, আমরা উপজেলা প্রশাসন থেকে একটা কমিটি গঠন করবো। তারা ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করবে।

উল্লেখ্য, এর আগে গত ২ মার্চ রাতে একই বন্দরে অগ্নিকাণ্ডে মৎস্য আড়তসহ ৮টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যাওয়ার ঘটনা ঘটে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।