etcnews
ঢাকাFriday , 5 April 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

মাত্র ২৫ দিনে কোরআনের ছবক শিখালেন কলাপাড়ার ওসমানীয়া কিন্ডারগার্টেন মাদ্রাসা

etcnews
April 5, 2024 3:22 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: মাত্র ২৫ দিনে কোরআন এর ছবক শিখিয়ে তাক লাগিয়ে দিলেন পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত ওসমানীয়া নূরানী কিন্ডারগার্টেন মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ কারী মাওলানা আব্দুল মুমিন (চাপলী)। শুক্রবার (৫ মার্চ) শেষ বিকেলে প্রতিষ্ঠানের ক্লাশ রুমে বয়স্ক ও যুবক শিক্ষার্থীদের এ ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরআগে ১ম রমজান থেকে বয়ষ্ক ও যুবকদের কোরআন শিক্ষার জন্য বিশেষ পাঠদান শুরু করা হয়। পূর্ব ঘোষণানুযায়ী ২৫ রমজানের মধ্যেই তাদের কোরআন মাজিদের ছবক শিক্ষা দেয়া হয়। এতো কম সময়ে কোরআনের ছবক শিখতে ও পড়তে পেরে উৎসাহ প্রকাশ করেছেন বয়ষ্ক ও যুবক শিক্ষার্থীরা।

শিক্ষার্থী মজিবর হোসেন বলেন, রমজানের শুরুতে কোরআন শিক্ষার বিষয়ে মাইকে শুনতে পাই। মাত্র ২৫ দিনে কোরআন মাজিদ ছবক দেয়া হবে শুনে মনের মধ্যে উৎসাহ জাগছে। এতো অল্প সময়ের মধ্যে কোরআন মাজিদের ছবক নিতে পেরে ভালো লাগছে।

অপর এক শিক্ষার্থী বলেন, স্বল্প সময়ে কোরআন শিক্ষার বিষয়টি উপজেলার সকল মাদ্রাসায় চালু করা দরকার। যারা কোরআন মাজিদ পড়তে পারেনা তাদের সকলকে এধরনের পাঠদানে অংশগ্রহণ করা উচিত বলে তিনি আশা ব্যক্ত করেন।

ওসমানীয়া নূরানী কিন্ডারগার্টেন মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ কারী মাওলানা আব্দুল মুমিন (চাপলী) বলেন, কোরআন মাজিদ শিক্ষা গ্রহন করা প্রতিটি মুসলিম নর-নারীর একান্ত জরুরি। তবে, যারা কোরআন পড়তে পারেনা কিন্তু শেখার ইচ্ছা শক্তি রয়েছে তাদের জন্যই রমজানের শুরুতে এ পাঠদান কর্মসূচি চালু করি। শিক্ষার্থীদের ইচ্ছাশক্তি ও আমাদের প্রচেষ্টায় মাত্র ২৫ দিনের মধ্যেই কোরআনের ছবক দিতে পেরে অত্যান্ত ভালো লাগছে। বয়ষ্ক ও যুবকদের কোরআন শিক্ষার জন্য প্রতি বছরের রমজানে তাদের এ কার্যক্রম চালু থাকবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, কোরআন ছবক শেষে বিশেষ দোয়া মোনাজাত ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।