etcnews
ঢাকাFriday , 5 April 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

চাঁদাবাজির মিথ্যা মামলা ও প্রকাশিত সংবাদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

etcnews
April 5, 2024 2:35 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিসহ ১২ জনের নামে চাঁদাবাজির মিথ্যা মামলা ও ভূয়া তথ্য সংবলিত সংবাদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা। শুক্রবার (৫ এপ্রিল) বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব’র ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান হলরুমে মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মালেক আকন লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, মহিপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নামে গত ১ এপ্রিল বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালে আওয়ামীলীগ সভাপতি সহ ১২ জনের নামে চাদাবাজির মামলা শিরনামে একটি নিউজ প্রকাশিত হয়েছে। যা উদ্দেশ্য প্রনোদিত হয়ে সাংবাদিক ভাইদের ভিত্তিহীন ও মিথ্যা তথ্য পরিবেশন করে আওয়ামীলীগের ভাবমূর্তি ক্ষুন্নের অভিপ্রায় লিপ্ত রয়েছে। রাজনৈতিক ও সামাজিকভাবে হয়রানি এবং মানহানিকর বক্তব্য দিয়ে অভিযুক্ত মো. আবু হানিফ কলাপাড়া প্রেস ক্লাবে কাল্পনিক মনগড়া অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেন। মহিপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি আরো বলেন, প্রকৃতপক্ষে আবু হানিফ, ইউনুস সিকদার ও ইউনুস হাওলাদার দীর্ঘদিন ধরে একসাথে জমি ক্রয়-বিক্রয়ের ব্যবসা করে আসছিল। তাদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে ঝামেলার সৃষ্টি হলে বিষয়টি মাননীয় ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রি অধ্যক্ষ মহিব্বুর রহমান এমপি মহোদয়ের নিকট অভিযোগ আকারে আসে। তিনি স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দকে বিষয়টি সমাধানের নির্দেশ প্রদান করেন। মন্ত্রি’র নির্দেশে বিষয়টি সমাধানের জন্য আবু হানিফসহ সকলকে ডাকলে অভিযুক্ত আবু হানিফ কিছুদিনের সময় চেয়ে চলে যায়। পরবর্তীতে তিনি তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা ও ভূয়া তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন করেন বলেও অভিযোগ করেন আওয়ামীলীগের এ নেতা।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, মো. আবু হানিফ মিথ্যা ও মনগড়া তথ্য দিয়ে তাদের বিরুদ্ধে চাদাবাজি মামলা দায়ের করেছেন। মহিপুর বাজারে নুরু মিয়ার খাবার হোটেলের সামনে সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতির নির্দেশে তাকে মারধর করা হয়েছে এবং তার পকেট থেকে ৫৫ হাজার টাকা নেয়া হয়েছে বলে যে অভিযোগ তিনি করেছেন তা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের কোন ঘটনা সেখানে ঘটেনি এবং কোন প্রমাণও সে দেখাতে পারবে না। মূলত, আবু হানিফ একজন অতিব চালাক ও দৃত প্রকৃতির লোক। মিথ্যা ভিত্তিহীন তথ্যদিয়ে নাটকীয় কাহিনীর অবতারনা করে মামলা মোকদ্দমা দিয়ে মানুষকে হয়রানি করাই তার নেশা ও পেশা। এছাড়া, তিনি বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসায়ের সাথে জড়িত রয়েছে। মহিপুর বাজারে সোহান আবাসিক নামে তার একটি হোটেল রয়েছে যেখান থেকে এসব ব্যবসা পরিচালনা করা হয়। অবৈধ ব্যবসা করতে গিয়ে ইতিপূর্বে তিনি একটি ধর্ষন মামলায় এক মাস জেল হাজত বাস করেছেন বলেও তিনি জানান।
মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মালেক আকন জোড় দাবী জানিয়ে সংবাদ সম্মেলনে বলেন, আবু হানিফের মতো দৃত লোকেরা যদি সমাজে এ হেন কর্মকান্ড পরিচালনা করতে থাকে এবং তাদের মুখোশ যদি উন্মোচিত না হয় তাহলে সমাজের সাধারন মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। তাই, এদেরকে সমাজের কাছে চিহ্নিত করতে এবং সত্য ঘটনা উন্মোচনে সাংবাদিকদের স্ব স্ব পত্রিকা ও টেলিভিশনে বিষয়টি প্রচার করার অনুরোধ জানান তিনি।
সাংবাদিক সম্মেলনে মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক নূর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।