দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী দুমকিতে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বুধবার বিকেলে দুমকি উপজেলা বালির মাঠে ইফতার পার্টি আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন মিসেস সুরাইয়া আক্তার চৌধুরী, সাবেক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং ভার প্রাপ্ত সাধারণ সম্পাদক ও পটুয়াখালী জেলা আইন জীবি সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ ওহীদ সরোয়ার কালাম,জেলা যুবদলের সাবেক সভাপতি মাকসুদ আলম পান্না মিয়া, দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির নেতা মতিউর রহমান দিপু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সালাউদ্দীন রিপন শরীফ, যুবদলের যুগ্ম আহবায়ক আহসান ফারুক , উপজেলা ছাত্রদলে সদস্য সচিব সুমন শরীফ প্রমুখ।
পরে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার পাটিতে বক্তারা বলেন আলতাফ হোসেন চৌধুরী বিএনপিকে সুসংগঠিত করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তৃণমূলের বিএনপি নেতাদেরকে সক্রিয় করে সাংগঠনিক কাজকে জোরদার করতে হবে।