মাগুরা প্রতিনিধি।। মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের ছোনগাছা গ্রামের প্রতিপক্ষের হামলা শিকার হন হারেজ মন্ডল নামের এক বৃদ্ধ।
জানা গেছে,গত মঙ্গলবার সকালে ওই বৃদ্ধের বাম হাত ও দু্’পায়ের রগ ধারালো অস্ত্র দিয়ে কর্তন ও শরীরের বিভিন্ন স্থানে লাঠিপেটা করে আহত করে। মারাত্মক আহত অবস্থায় হারেজ মন্ডলকে মাগুরা-২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে হারেজ মন্ডল খামারপাড়া বাজারে পিয়াজ বিক্রয় করে ভ্যানে করে বাড়ীতে ফেরার পথে ছোনগাছা গ্রামের আব্দুল হাই শেখের বাড়ির সামনে পৌছালে পূর্বপরিকল্পনা মোতাবেক ওৎ পেতে থাকা ঔ গ্রামের প্রতিপক্ষ গ্রুপের লোকেরা ভ্যানের গতিরোধ করে হারেজ মন্ডলকে ভ্যান থেকে নামিয়ে শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিপেটা করে ফেলে রেখে পালিয়ে যায়।পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় মাগুরা-২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়।হারেজ মন্ডলের উপর হামলার কথা ছড়িয়ে পড়লে হরেজ মন্ডল ও চাঁদ আলী মেম্বর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে।এসময় চাঁদ আলী মেম্বারের সমর্থকরা হারেজ মন্ডল গ্রুপের একাধিক বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে।এ সংবাদ জানতে পেরে শ্রীপুর থানা পুলিশ ও মাগুরা ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ বিষয়ে শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) গৌতম ঠাকুর জানান,,ছোনগাছা গ্রামে মারামারির ঘটনার সংবাদ জানতে পেরে পুলিশ পাঠানো হয়েছে।পরিস্থিতি বর্তমানে শান্ত।আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।