etcnews
ঢাকাMonday , 1 April 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

মাগুরায় সাফ জয়ী-২নারী ফুটবলারকে প্রশাসনের সংবর্ধনা

etcnews
April 1, 2024 2:48 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি।। মাগুরায় সাফ জয়ী-২নারী ফুটবলারকে শ্রীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।সম্প্রতি নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাফ নারী অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।বাংলাদেশ দলের নন্দিত নারী ফুটবলার মাগুরার শ্রীপুর উপজেলার কৃতি সন্তান সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ জয়ী জাতীয় দলের-২নারী ফুটবলার অর্পিতা বিশ্বাস ও উম্মে কুলছুম।গত রবিবার দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল। উল্লেখ্য গত ১০ মার্চ অর্পিতা বিশ্বাসের নেতৃত্বে নেপালের কাঠমন্ডুতে ফাইনাল ম্যাচে ভারতকে পরাজিত করে শিরোপা বিজয়ী হয় বাংলাদেশ।
নারী ফুটবলার অর্পিতা বিশ্বাস শ্রীপুর উপজেলার গোয়ালদহ গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের একমাত্র কন্যা।
এবং নারী ফুটবলার উম্মে কুলছুম উপজেলার মহেশপুর গ্রামের কুদ্দুস এর কন্যা।তারা-২জনে গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শহিদুল ইসলাম এঁর হাত ধরে এ দুই নারী ফুটবলার খেলায় প্রবেশ করেন।খেলেছেন অনুর্ধ-১৪ ও অনুর্ধ-১৫ সাফ চ্যাম্পিয়নশীপে। বর্তমানে দু’জনই বিকেএসপির শিক্ষার্থী।কোচ শহিদুল ইসলাম বলেন,,অর্পিতা মেধাবী ফুটবলার।সে বাংলাদেশ অনুর্ধ-১৬ দলের বর্তমান ক্যাপ্টেন। একই সাথে উম্মে কুলছুম ও তার সহযোদ্ধা। দু’জনেই খুব ভালো ফুটবল খেলেছেন। এটা আমাদের জন্য গর্বের। শ্রীপুর-মাগুরা বাসীর গর্ব এরা।বিগত সাফ জয়ী আরো-২ নারী ফুটবলার ইতি রানী ও সাথী আমাদের শ্রীপুরের সন্তান।
সব সময় চাই এরা ভালো কিছু করুক।দেশের জন্য সুনাম অর্জন করে আনুক।শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল বলেন,অর্পিতা বিশ্বাস ও উম্মে কুলছুম দেশের জন্য যে অর্জন বয়ে এনেছে তাদের সফলতায় আমরা গর্বিত।তারা আমাদের দেশের সম্পদ।বরাবরই শ্রীপুর উপজেলা প্রশাসন তাদেরকে সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়ে আসছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।