কেপিসি নিউজ ডেস্ক: বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি (বিসিডিএস) পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার (৩১ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের চায়না গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জে এইচ খান লেলিন। অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি’র সভাপতি গ্রাম ডাক্তার মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আ: সালাম বিশ্বাস ও কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সহ-সভাপতি সাংবাদিক মো. ওমর ফারুক প্রমুখ। এসময় কলাপাড়া উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি’র অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি’র সাধারণ সম্পাদক গাজী মো. জসিম। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন সমিতি’র উপদেষ্টা কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি মো. আব্দুস সালাম।