কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও ভোট প্রার্থণা করছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ালীগের দপ্তর সম্পাদক ও জালাল উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যাপক এবং উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইউসুফ আলী। এ উপলক্ষে তিনি শনিবার (৩০ মার্চ) বিকেল ৩ টায় উপজেলার লালুয়া ইউনিয়নের
মুক্তিযোদ্ধা বাজারে গনসংযোগ ও লিফলেট বিতরন করেন। এসময় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তারেক খাঁন,
সাধারন সম্পাদক ফোরকান প্যাদা ও সাংগঠনিক সম্পাদক শান্তি ফকিরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ নির্বাচনে অধ্যাপক মো. ইউসুফ আলীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে পেয়ে স্থানীয় ভোটাররা ব্যাপক উৎসাহ প্রকাশ করেন। তার মতো সৎ ও শান্তিপ্রিয় এমন একজন প্রার্থীকেই ভাইস
চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সাধারন ভোটাররা।